1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভিক্ষুক আব্দুর রহমান কে তার কর্মসংস্থানের জন্য অটোরিক্সা বিতরণ ফটিকছড়ি ধর্মপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সন্ত্রাসী খলিলের বিরুদ্ধে গ্রামের মানুষের মানববন্ধন। শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৫ পঁয়তাল্লিশ বোতল কোডিন)সহ আটক-০১ কোম্পানীগঞ্জে’সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ’র নবগঠিত কমিটির আত্মপ্রকাশ লন্ডন প্রবাসী সুরভী রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আসামী বিশ্বনাথে ছাত্রীকে অপহরণ করে শিক্ষকের ধর্ষণ, অভিযুক্ত আটক সিলেটের কোম্পানীগঞ্জে বিজিবির উপর পাথর শ্রমিকদের হামলা সাবেক পরিকল্পনামন্ত্রীর ভাতিজা ফারুক গ্রেফতার সুরমা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

লন্ডন প্রবাসী সুরভী রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আসামী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: লন্ডন প্রবাসী একসময়ের সিলেট মহানগর যুবমহিলা লীগ এর সদস্য ছামিয়া আক্তার সুরভী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ো মামলায় আসামী হয়েছেন। তিনি বিমানবন্দর থানাধীন  সিলেট মহানগরীর ৫ নং ওয়ার্ড এর গোয়াইটুলা, মল্লিকা -১২আ/এ বাসিন্দা। ঐ লন্ডন প্রবাসী’কে রাজনৈতিক মামলায় ১১ আসামী করা হয়ছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহারে জানা যায়, মামলার বাদী পারভেজ খান জুয়েল নগরীর কোতোয়ালি থানাধীন কেওয়াপাড়া পড়শী ১০৯ নাম্বার বাসার বাসিন্দা মৃত জামাল উদ্দিনের পুত্র।

জুলাই আন্দোলনে ৫ আগষ্ট সরকার পতনের পর পারভেজ খান জুয়েল বাদী হয়ে, গত ০৫/০৮/২৪ ইং, তারিখে সিলেট কোতোয়ালি মডেল থানায় সকাল অনুমান ১১:৪০ ঘটিকায় মামলা দায়ের করেন,  ধারা নং -ফোজদারী বিধান ১৫৪ নং, থানা : কোতয়ালী নং ৪২৪/২৫।

সিলেট কোতোয়ালি থানায় চল্লিশ জনের নাম  উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন ১)আসাদুজ্জামান খান কামাল( ৬০),সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ২) শফিকুর রহমান চৌধুরী (৬২),সাবেক সংসদ সদস্য (সিলেট ২), শাপলাবাগ, থানা- শাহপরান (রহঃ), জেলা সিলেট। ৩) শফিউল আলম চৌধুরী নাদেল(৫৩),সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, পিতা শামসুল আলম চৌধুরী, ফরিদাবাদ, হাউজিং এস্টেট, থানা -এয়ারপোর্ট, জেলা- সিলেট। ৪) শামীম আহমদ উরফে ইউনিক শামীম (৫৫), সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবলীগ, সিলেট। ৫) সুজাত আলী রফিক(৪৮),সাবেক উপজেলা চেয়ারম্যান, সিলেট সদর, পিতা – অজ্ঞাত, ঘোপাল, থানা -জালালাবাদ, জেলা – সিলেট। ৬) আসাদ উদ্দিন আহমদ (৪৭), সহ – সভাপতি, মহানগর আওয়ামীলীগ, ৭) জাকির হোসেন( ৩২),সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ, ৮) আহমদ উল কবির (৪৫), পিতা -অজ্ঞাত,সাং, শাহজালাল উপশহর, থানা- শাহপরান (রহঃ), জেলা – সিলেট। ৯)  তামিম আহমদ( ৫০),সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স, সিনিয়র সদস্য, মহানগর আওয়ামীলীগ, সিলেট। ১০) রাহেল সিরাজ(৩২),সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ, সাং – ভাদেশ্বর মাইজভাগ, থানা – গোলাপগঞ্জ, জেলা -সিলেট। ১১) ছামিয়া আক্তার সুরভী (২১),বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সদস্য, এবং সিলেট সিটি কর্পোরেশন, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য, পিতা- মোহাম্মদ হায়দার আলী, মাতা -নাজমা বেগম, সাকিন -গোয়াইটুলা, মল্লিকা -১২ আ/এ,ডাক -সিলেট -৩১০০,থানা -এয়ারপোর্ট,জেলা সিলেট। ১২) রিমাদ আহমদ রুবেল( ৪২), সাংগঠনিক সম্পাদক, মহানগর যুবলীগ,সিলেট, পিতা -ঝুনু মিয়া, সাং, দারুস সালাম, খাসদবির, থানা-এয়ারপোর্ট, জেলা সিলেট।১৩) রেজওয়ান আহমদ( ৫০),কাউন্সিলর, ৫ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন। ১৪) তৌহিদ আহমদ (৫০), কাউন্সিলর ১৯ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। ১৫) মোঃ জাহিদুল ইসলাম (৩২), পিতা- সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক, ৩নং খাদিমনগর, ইউপি যুবলীগ, সাং, ফোকাস বি,উত্তর বালুচর (মধ্যম), সাদিপুর, থানা – শাহপরান, জেলা- সিলেট, ও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামী করা হয়।

ছামিয়া আক্তার সুরভী ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর
লন্ডল গমন করেণ। তাহার পিতা মো: হায়দার আলী এবং মাতা- নাজমা বেগম।বাংলাদেশে তাহার বর্তমান ঠিকানা:গোয়াইটুলা মল্লিকা ১২ এয়ারপোর্ট রোড সিলেট। পোস্ট অফিস ৩১০০। স্থায়ী ঠিকানা:খোজারখলা ২০৮-বি ব্লক। দক্ষিণ সুরমা পোস্ট অফিস সদর-৩১০০।

ছামিয়া আক্তার সুরভী ‘ ২০১৯ইং সালে
-বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরীর
৫নং ওয়ার্ড (সদস্য-) নির্বাচিত হয়েছেন।
তিনি ২০২২ইং সালে সিলেট মহানগর যুবমহিলা লীগ সদস্য- নির্বাচিত হয়েছেন।

এজাহারে পারভেজ খান জুয়েল উল্লেখ করেন, আসামীগণ দলবদ্ধ, সন্ত্রাসী, দাঙ্গাবাজ, আওয়ামী সন্ত্রাসী গুষ্টির লোক, তাহারা স্বৈরাচারী শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় ঠিকিয়ে রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর নির্মমভাবে গণহত্যাসহ রাষ্ট্রবিরোধী আর্যকলাপে সক্রিয় অংশগ্রহণ করে।মামলার বাদী বলেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একনিষ্ঠ কর্মী এবং আন্দোলনকারী। আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করি। অত্র মামলার ১- ৭ নং আসামীগণের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় ও হুকুমে আসামীগণ বিগত ০৫/০৮/২৪ ইং তারিখে সকাল অনুমান ১১:৪০ ঘটিকায় সময় সুরমা টাওয়ারের সামনের রাস্তায় নিরস্ত্র ছাত্র জনতার উপর দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে আগ্নেয়াস্র নিয়া ঝাঁপিয়ে পড়ে এবং আন্দোলনরত কোটা বিরোধী ছাত্র-জনতার ওপর গুলি ও ককটেল ফুটাইয়া জনমতে আতঙ্ক তৈরি করে এবং ১- ৭ নং আসামীগণের হুকুমে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী অজ্ঞাতনামা পুলিশ অফিসার হত্যাযজ্ঞ শুরু করে। কোঠা বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন সময়ে আমি সহ ২০০-৩০০ জন ছিলাম। এজাহারে বর্ণিত আসামিগণ দা, কোড়াল, রুইল, রড, বন্দুক ও পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হইয়া ১-৭ নং আসামিগণের নির্দেশে ছাত্র জনতার উপর ঝাপিয়ে পড়ে। ৭ নং আসামী ভারত হইতে অবৈধভাবে অস্ত্র আনিয়া আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে তুলে দেয় এবং ৮,৯,১২,১৬,১৭ নং আসামী অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়া এলোপাতাড়ীভাবে গুলি করে। উক্ত গুলি ভিকটিম মোহাম্মদ রাশেদ এর সারা শরীরে বিভিন্ন জায়গায় অনুমান ১০০ – ১৫০ টি স্পুন্টার গুলিবিদ্ধ হয়।ককটেল বিস্ফোরণ ঘটাইয়া আন্দোলনকারীদের কে মারধর করিয়া জনমনে আতঙ্ক তৈরি করে এবং ছাত্র জনতাকে এলোপাতাড়ি মারপিট করিয়া গুরুতর জখম করে।

১১নং আাসামী যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিলিত হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাপে গোপনে ছাত্র আন্দোলন দমন সংক্রান্ত তথ্য আদান প্রদান করতেন এবং অভিযুক্ত ১১ নং আসামীসহ ও অন্যান্য আসামীগণ এখনো যুক্তরাজ্য বসবাসরত অবস্থায় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশেষ করে facebook পোস্ট ও বিভিন্ন জোম আইডিতে লাইভ ভিডিও বার্তার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার ও তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে কটাক্ষ ও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন। যাহা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অভিযুক্ত ১১ নং আসামীসহ যুক্তরাজ্য বসবাসরত অন্যান্য আসামীগণ দেশে অবস্থানরত আওয়ামীলীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহ ও প্রকাশ্য সমর্থন করে রাজনৈতিকভাবে পক্ষপাত মূলক আচরণ করে যাচ্ছে। ১১ নং আসামী দেশে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করিতেন। তাৎক্ষণিক আহত ১নং সাক্ষী মোহাম্মদ রাশেদ নিরাপত্তাজনিত কারণে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে বিগত ৬/৮/২৪ ইং তারিখে রাশেদের শারীরিক অবস্থা’র অবনতি হলে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওসনানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমী মোহাম্মদ রাশেদ ১১/৮/২৪ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করে। বিষয়টি নিহত মোঃ রাশেদ এর পরিবারের সদস্যদের অবগত করিলে তাহারা হাসপাতালে উপস্থিত হন। পরবর্তীতে নিহত রাশেদের লাশ হাসপাতাল কর্তৃপক্ষ তাহার পরিবারের নিকট হস্তান্তর করেন। ১১ নং আসামী পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে নিরীহ ছাত্রদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। কোতয়ালী থানার পুলিশ ছামিয়া আক্তার সুরভী ‘র বাসায় দিনে রাতে গিয়ে তল্লাশি করে যাচ্ছে, জামাত বিএনপি’র লোকজন বাসা -বাড়িতে হামলা চালায়ে যাচ্ছে,প্রাণের নিরাপত্তা ও গ্রেফতার এর ভয়ে হীনতায় ভুগছেন। এমনকি ছামিয়া আক্তার সুরভী ‘র বাসা সিলেট ৫ নং ওয়ার্ড গোয়াইটুলা গিয়েও তার পরিবারকে অপদস্ত ও হেনস্তা করা হচ্ছে। বাড়িঘর বসতভিটা জালিয়ে দেওয়া ‘ হুমকি দিচ্ছে। আসামী সুরভী অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন। কি করবেন ভেবে পাচ্ছেন না।

লন্ডনে থেকেও বিবাদী ছামিয়া আক্তার সুরভী মিথ্যা রাজনৈতিক মামলার আসামী হয়েছেন, এজন্য মামলার বাদি দুঃখ প্রকাশ করেছেন।

ভূক্তভোগী পরিবার এলাকাবসী, ছাত্র জনতা ও প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। সুরভীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট