হুমায়ুন কবির, নান্দাইল :: আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (আব.) আব্দুস সালামের ভাতিজা ও নান্দাইল উপজেলা যুবলীগের আহব্বায়ক আবু নাঈম ভুইয়া ফারুক কে আটক করেছেন নান্দাইল মডেল থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নান্দাইল উপজেলার রসুলপুরগ্রাম ও সাবেক পরিকল্পনা মন্ত্রীর নিজ বাড়ি থেকে তাকে আটক করেছেন পুলিশ। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন আটকের বিষয়টি সময় টিভি বাংলা পত্রিকা কে নিশ্চিত করেছেন।
ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা ফারুক কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন পুরোনো বিস্ফোরণ আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।