মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:: চট্টগ্রামের গীতিকার, সুরকার, কণ্ঠ ও অভিনয় শিল্পীদের সমন্বিত সংগঠন খিড়কি’র আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার, সুরকার,সংগীত পরিচালক ও খিড়কি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।১৫ এপ্রিল২০২৫ইংরেজী মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের সভাপতি এফ এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে এবং বাহার মজুমদার ও জাবেদ আক্তার জেবুর যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-কাওয়াল শিল্পী সমিতির
সভাপতি আব্দুল মান্নান কাওয়াল, মঞ্চ শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের, বিশিষ্ট সাংবাদিক ও চাঁটগা গানের গবেষক নাছির উদ্দিন হায়দার, সংগীত শিল্পী প্রেম সুন্দর বৈষ্ণব, কণ্ঠ শিল্পী শিমুল শীল, এস.এম মানিক, কন্ঠশিল্পী গীতা
আচার্য্য, গীতিকার ও সুরকার মাসুদ খান খোকন, সংগঠনের উপদেষ্টা অভিনেতা দোস্ত মোহাম্মদ, গীতিকার ও সুরকার মোস্তফা সাগর, নাট্য অভিনেতা আলী নেওয়াজ, নাট্য পরিচালক মহসীন চৌধুরী, গীতিকার এস.এম ফরিদুল হক, অভিনেতা বিশিষ্ট গীতিকার ও সুরকার খিড়কি প্রতিষ্ঠা ও অর্থ-সম্পাদক হারুন রশিদ হারুন, এম.আর.সি বাবু, চিত্রগ্রাহক এম এ জাব্বার, নাট্য পরিচালক আইয়ুব মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম রানা, অভিনেতা ও নাট্য পরিচালক এম.এ ইদ্রিস, সংগীত শিল্পী রেশমি আক্তার, সংগীত শিল্পী রিমা আক্তার আমেরী, লিজা আক্তার। স্মরণসভায় সৈয়দ মহিউদ্দিনের রচিত গান পরিবেশন ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।