নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর উপশহর ল কলেজ সংলগ্ন পয়েন্টে বর্তাবাড়ী রেস্টুরেন্টের সামনে জেলা ক্রীড়া কমপ্লেক্স রাস্তায় বিএনপি ল কলেজ ইউনিটের উপর আওয়ামী ডেবিল যুবলীগ ক্যাডার দিপু গ্রুপের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
এই হামলায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগর বিএনপির সহ ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ২৪ আন্দোলনে আহত ব্যক্তি আলী আশরাফ খান দিপু ও সাদিকুর রহমানসহ ৩ জন আহত হয়েছেন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজিজুল হোসেন আজিজ ও তার সহোদর ভাই সাদিক হোসেনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
প্রত্যক্ষদশী সুত্রে জানা যায় প্রতিদিনের মতো ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সিলেট ল কলেজ ইউনিটের সদস্যরা সিলেট ক্রীড়া কমপ্লেক্স রাস্তার সম্মূখে সন্ধ্যার পর বসে আড্ডা দিচ্ছিলেন, এসময় যুবলীগ ক্যাডার ডেবিল দিপুর ভাইয়ের মোটর বাইক পাকিং নিয়ে জাতীয়তাবাদী পরিবার ল কলেজ ইউনিটের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়, বিষয়টি শুনতে পেয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব আজিজুল হোসেন আজিজ উভয়কে বুঝিয়ে মিমাংসা করে দেন।
এরপর সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় দিপুর নেতৃত্বে তাহার ভাইসহ ১৫/২০ জন দা, রামদা, রড, হকিস্টিক লাটিসোটা নিয়ে অতর্কিতভাবে জাতীয়তাবাদী পরিবার ল কলেজ ইউনিটের কর্মীদের উপর হামলা চালায়। হামলায় তিনজন আহত হয়েছে। এলাকায় তমতমে অবস্থা বিরাজ করছে।