ওসমানীনগর/ সিলেট প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের ওসমানীনগরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় পর্যন্ত উপজেলার ৬ টি পরিক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, পরীক্ষার প্রথম দিনই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৭ জন পরীক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এস.এস.সি পরীক্ষায় ২হাজার ৪শ ৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ২৭জন অনুপস্থিত ছিলেন। জেনারেল ১৭৯৩ জনের মধ্যে অনুপস্থিত ১১জন, দাখিল ৫৩৩ জনের মধ্যে অনুপস্থিত ১৪ জন ও ভোকেশনাল ৮১ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৫৬ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ০৩ জন, সাদিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৫২ জনের মধ্যে অনুপস্থিত -০২, সদরুন্নেছা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৩৪৭ জনের মধ্যে অনুপস্থিত ০১, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৫৩৮ জনের মধ্যে অনুপস্থিত০৫, হযরত শাহজালাল (র:) ফাজিল মাদ্রাসায় ৫১৯ জনের মধ্যে অনুপস্থিত ১৪ জন, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজ(ভোকেশনাল) ৮১ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ০২ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা সত্য ব্রত রায়।
পরিক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘেœন কেন্দ্রে পৌঁছতে পারে সে জন্য যানজট নিরসনে নেয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। সেই সাথে কেন্দ্র গুলোতে রাখা হয়েছে কঠোর নজরদারি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে।