রুবেল আহমদ, জৈন্তাপুর:: পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন- জিসাস এর ৩নং চারিকাটা ইউনিয়নের নেতারা।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চারিকাটা ইউনিয়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ইফতার বিতরণ করেন তারা।
জাসাস সভাপতি এম আর মামুন বলেন, আমরা আজ এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইফতার বিতরণ করেছি। তারেক রহমানের নির্দেশিত পথে থেকে সমাজের যে কোনো জনসেবা মূলক কাজে জাসাস সবসময় কাজ করে যাবে।
ইফতার বিতরণ শেষে বিএনপির বিএনপির অঙ্গ অসংগঠনের নেতাকর্মী ইফতার করেন সংগঠনের নেতাকর্মীরা। এরআগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।
এসময় জিয়া সাংস্কৃতিক সংগঠন- জাসাসের জৈন্তাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।