1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষুক আব্দুর রহমান কে তার কর্মসংস্থানের জন্য অটোরিক্সা বিতরণ ফটিকছড়ি ধর্মপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সন্ত্রাসী খলিলের বিরুদ্ধে গ্রামের মানুষের মানববন্ধন। শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৫ পঁয়তাল্লিশ বোতল কোডিন)সহ আটক-০১ কোম্পানীগঞ্জে’সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ’র নবগঠিত কমিটির আত্মপ্রকাশ লন্ডন প্রবাসী সুরভী রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আসামী বিশ্বনাথে ছাত্রীকে অপহরণ করে শিক্ষকের ধর্ষণ, অভিযুক্ত আটক সিলেটের কোম্পানীগঞ্জে বিজিবির উপর পাথর শ্রমিকদের হামলা সাবেক পরিকল্পনামন্ত্রীর ভাতিজা ফারুক গ্রেফতার সুরমা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ওসমানীনগরে বালাগঞ্জ বার্তা ও নিরাপদ এনজিওর উদ্যোগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

বালাগঞ্জ থেকে মোঃ রাজন আহমদ:: সিলেটের ওসমানীনগরে বালাগঞ্জ বার্তা ও নিরাপদ এনজিওর উদ্যোগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উক্ত প্রশিক্ষণে ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং (শুক্রবার) গোয়ালাবাজার লার্নিং পয়েন্ট হল রুমে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা বিএনপি সভাপতি এসটিএম ফখর উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম, সেবা)। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি শরিফ আহমদ চৌধুরী, ওসমানী নগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইব্রাহিম খান ইমন, সাংবাদিক সাইফুর এম রেফুল, মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়া।

সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়। সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং সাংবাদিক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাজি খলিলুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও লিবা বেগম। প্রশিক্ষণে ৩০ জন তরুণ ও ১৮ জন তরুণী অংশগ্রহণ করেন।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম, সেবা) বলেন, “শিক্ষার শেষ নেই, সাংবাদিকতার মান বৃদ্ধিতে এ প্রশিক্ষণ নতুনদের সহায়ক হবে।” ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, “তথ্য প্রযুক্তির এ যুগে সাংবাদিকদের সব বিষয়ে জ্ঞান থাকা দরকার। অংশগ্রহণকারীদের এ প্রশিক্ষণ নিশ্চয়ই জ্ঞান বৃদ্ধি করেছে। এ জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ আয়োজন প্রশংসার দাবিদার।”

সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী বলেন, “আমাদের সময় অনেক কষ্ট করে সাংবাদিকতা করতে হয়েছে, এখন প্রযুক্তির কারণে অনেকটাই সহজ হয়েছে। তবে এই প্রযুক্তির অপব্যবহার করা যাবে না।”

প্রশিক্ষণে কেন এ আয়োজন, সাংবাদিকতা, সংবাদপত্র ও তার ইতিহাস, সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার সমস্যা, শব্দের বানান ও ব্যবহার, সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি, ভিডিও ধারণ, ছবি তোলা, ফিচার, সাংবাদিকতার নীতিমালা ও আইন বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

উল্লেখ্য, এ পর্যন্ত ১০টি প্রশিক্ষণে প্রায় ২০০ জন প্রশিক্ষণ নিয়ে বর্তমানে দেশে-বিদেশে সাংবাদিকতায় কর্মরত এবং বিভিন্ন প্রেসক্লাবে জড়িত আছেন। আয়োজক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন জানান, আগামীতে অন্যান্য উপজেলায় এ ধরনের কর্মশালা করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট