হুমায়ুন কবির, নান্দাইল :: ময়মনসিংহ নান্দাইল উপজেলা সেবা ফাউন্ডেশনের আয়োজনে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ ও সার্বিক সহযোগিতা করেন।আজ বৃহস্পতিবার নান্দাইল পৌরসভার বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে মোট ১৯ জন দরিদ্রের মাঝে জন প্রতি ২টি করে ছাগল দিয়ে মোট ৩৮টি ছাগল বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে সেবা ফাউন্ডেশন এর পরিচালক ইউসুফ আকন্দ মজিবের সভাপতিত্বে ও সেবা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার সারমিন সাত্তার। এছাড়া ও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইদুর রহমান ফারুক, সেবা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব রিয়াদ সরকার সহ প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপকারভোগী সহ সেবা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।