নিজস্ব প্রতিবেদক :: ১৬/০৪/২০২৫ তারিখ রাত্র ২০.৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা ঝালকাঠির একটি চৌকস টিম মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে রাজাপুর থানাধীন সাতুরিয়া ইউপির নৈকাঠি বাজার সংলগ্ন মক্কা মদিনা স্পেশাল বেকারীর সামনে থেকে ১০০ (একশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ তারিকুল ইসলাম তারেক (৩০), পিতা-মোঃ রফিকুল ইসলাম ওরফে রতন গাজী, মাতা- আনজু মনোয়ারা শিল্পি, সাং-পূর্ব ইন্দ্রপাশা, ৬নং মঠবাড়ি ইউপি, ২। মোঃ আরিফ হোসেন হাওলাদার (৩৮), পিতাঃ আঃ আউয়াল হাওলাদার ওরফে চুন্নু, মাতাঃ শিরিন বেগম সাং-জগৈরহাট, ২নং সুক্তাঘর ইউপি, উভয় থানাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠিদ্বয়কে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পরিক্রিয়াধীন আছে।