হুমায়ুন কবির, নান্দাইল:: নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে বজ্রপাতে মৃত্যু হল হাসমা আক্তার নামের এক তরুণী।বেলা ১:২০ মিনিটে এ ঘটনাটি গঠে। তরুণীর বয়স ২১ বছর। পিতা নুরুল হক। নুরুল হক জানান তার মেয়ে সখের বশে বৃষ্টির পানিতে গোসল করবে বলে। হাসমা বৃষ্টিতে ভিজতে প্রায় অনেকটা দুরে যায়। হঠাৎ অধিক সময় বজ্রপাত হয়। আর সেই বজ্রপাতেই কেড়ে নিল হাসমার জীবন। বৃষ্টি ও বজ্রপাত থামার পরে এলাকার লোক জন হইহুল্লা করে। হাসমার বাবা বলেন হইহুল্লায় গিয়ে দেখি আমার মেয়ে হাসমার লাশ। হাসমার লাশ দেখে হাসমার বাবা মাটিতে পরে যায়। তৎক্ষণাতে এলাকার লোক জন জমায়েত হয়ে যায় ও ধরাধরি করে হাসমা কে তার বাড়িতে নিয়ে যায়। হাসমার বাবা আরও বলেন আমার মেয়ে আনন্দের বশে বৃষ্টির পানিতে বৃষ্টিতে গিয়েছিল আর সে বৃষ্টির বজ্রপাতেই কেড়ে নিল আমার মেয়ের জীবন।
পরিশেষে এলাকার লোকজন বলেন স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, অথচ আকাশই নিছে তার প্রাণ। প্রকৃতির এই নির্মমতায় স্তব্ধ পুরো গ্রাম।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত