হুমায়ুন কবির, নাব্দাইল:: এলাকার সকলের নিকট-বিদ্যালয়টি আবেগ ও ভালোবাসায় হৃদয়ে জোরে আছে। তবে বর্তমানে বিদ্যালয়টির অস্তিত্ব হুমকিতে রয়েছে।
১৯৫৮ তে নির্মিত ভবনটি জরাজীর্ণ অবস্হায় কোন রকম ভাবে ঠিকে আছে। যে-কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। হতে পারে প্রাণহানি।
দুঃখের সহিত বলতে হয় যে,স্বাধীনতার ৫৪ বছর হলেও,সিংরইলের প্রাণকেন্দ্রে বিদ্যালয়ে উন্নয়নের ছোঁয়াও লাগে নি।
নান্দাইলের সাবেক এমপি, মেজর জেনারেল আব্দুস সালাম সাহেবের তত্বাবধানে, একটি নতুন ভবন নির্মিত হয়।(২০১২-২০১৩ সালে ) সেখানে ২ টি ক্লাসরুম সহ অফিস কক্ষ হয়।
সাধারণত একটি উচ্চ বিদ্যালয়ে নূন্যতম, ৫ টি ক্লাস রুমের প্রয়োজন। সেখানে বিদ্যালয়ে ২ টি রুম।
এমতাবস্থায়,সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষ, বিদ্যালয়ের ২ টি রুম দিয়ে সহযোগীতা করে। বর্তমানে কষ্টের সহিত পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের।
উল্লেখ্য,, ১৯৫৮ তে নির্মিত ভবনটি,সিংরইল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ এর শুরুতে পরিত্যাক্ত ঘোষনা করে। (যদি-ও এটি আরো ১০ বছর আগে থেকেই ঝুকিপূর্ণ অবস্হায় রয়েছে। ক্লাস চলাকালীন সময়ে অনেকের মাথায় ছাঁদ থেকে ইঁট,বালি, ভেঙে পড়ার ও নজির রয়েছে। ক্লাসরুম সংকট থাকায়, ঝুঁকি নিয়েও এই রুমগুলো কে ব্যাবহার করতে হচ্ছে।
তারপর ক্লাসরুম সংকট থাকায়
সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, পুরাতন একটি ভবন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন একটি ভবন চালু হওয়ায়, পুরাতন ভবন দিয়ে সহযোগীতা করতে পারে, নতুবা এখনোও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিত্যাক্ত ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হতো।
Uno Nandail Mymensingh মহোদয়ার সুদৃষ্টি কামনা করছি। আশা রাখছি আপনি এই বিষয়ে পদক্ষেপ নিবেন। ভবিষ্যত প্রজন্ম কে, সুন্দর ও মানসম্মত বিদ্যালয়ে পড়াশোনার ব্যাবস্হা করে দিবেন।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত