মোঃ রাজন আহমদ , বালাগঞ্জ প্রতিনিধি :: উপজেলা যুব উন্নয়ন, কর্মকর্তা কার্যালয় সূত্র জানায় সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিগত ২০২৪ ও ২০২৫ অর্থবছরে অর্থ্যাৎ যুব উন্নয়ন অধিদপ্তর বালাগঞ্জ, থেকে (জানুয়ারি ২০২৫ হইতে মার্চ ২০২৫ পর্যন্ত) বাৎসরিক কর্ম প্রশিক্ষণ চুক্তির, ৩য় ত্রৈমাষিক প্রশিক্ষিত যুবকদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ হয়। যুবক ৭ জন, ও যুবতী ১জন মোট ৮ জনকে ৫ লক্ষ ৬০ হাজার টাকা ক্ষুদ্রঋণ দেওয়া হয় তবে এদের নাম না দিতে অনুরোধ করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর বালাগঞ্জ, এর অফিসার আরো জানান যে যাদের মধ্যে ক্ষুদ্রঋণ,
দেওয়া হয়েছে তারা ঠিক মতো কিস্তি পরিশোধ করছেন, তারা জানান যে উপজেলা পরিষদের এখন পর্যন্ত কোনো সংগঠনই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেনি এমনকি কোন সংগঠনকেই আগ্রহী দেখা যায়নি। বালাগঞ্জকে অবহেলিত একটি উপজেলা হিসাবে তারা দেখছেন।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত