হুমায়ুন কবির, নান্দাইল উপজেলা প্রতিনিধি:: ১১/০৪/২৫ইং। আলহামদুলিল্লাহ,নান্দাইল পেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল স্যার আজ শুক্রবার এশার নামাজ থেকে রাজগাতি ইউনিয়নের কালিগঞ্জ বাজার জামে মসজিদে তিনদিনের নেছাবে যোগদান করেছেন। তাহার সাথে যোগদান করেছেন বারুইগ্রাম মাদ্রাসার মুহতামিম হুজুর,মাওলানা আব্দুল কুদ্দুস পীর সাহেব হুজুর,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মজনু মিয়া,অবসরপ্রাপ্ত ব্যাংকার একে মহিউদ্দিন আহমেদ,সাংবাদিক এবি সিদ্দিক খসরু সাহেব,মাদ্রাসার ছাএ কাউচার সহ ২৫ জনের টিম।
তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন আল্লাহ তায়ালা নেছাবের উছিল্লায় যেন দুনিয়ার সকল মমিন-মুসলমান বান্দাদের মাফ করে দেন। আমিন
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত