নিজস্ব সংবাদদাতা গলাচিপা পটুয়াখালীঃ দীর্ঘ ২৩ বছর পরে পটুয়াখালীর গলাচিপায় শনিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা বিএনপির পরিচিতি ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
হাসান মামুন বলেন, ‘বিগত সরকারের আমলে আপনারা যারা হামলা, মামলা, নির্যতনের শিকার হয়েছেন, যারা জেল খেটেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। আর দলের যেসব নেতারা শালিসীর টাকা আত্মাসৎ করেছেন এবং এর নেপথ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ৫ আগস্টের পরে তিনি প্রতিটি মুহূর্তে সতর্ক করেছেন এবং দোষ-ত্রæটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোন বিকল্প থাকবে না।’
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মস্তফা মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএপির সকল নেতা কর্মীরা ।