মোঃ গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ:: সিরাজগঞ্জ জেলার সদর উপজেলাধীন বাজার স্টেশন হতে কড্ডার মোড়, যমুনা ব্রিজের পশ্চিম পাড় হয়ে উল্লাপাড়া উপজেলাধীন হাটিকামরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা না করানো ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন না করা অবস্থায় গাড়ি হাইওয়েতে চলাচল করার অপরাধে ০৬ টি মামলায় ভিন্ন ০৬ জন অপরাধীকে সর্বমোট ৩০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলারকে হাইওয়েতে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে। সড়কে নিরাপত্তা ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।