মো: রাজন আহমদ:: সিলেটের ওসমানীনগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে একাধিক হত্যা মামলার পলাতক আসামি ডেবিল আওয়ামী লীগ ক্যাডারকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আসামি আকছার মিয়া(৫০) কে হাতকড়া পড়া অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনেরা।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাজিপুর গ্রামে এ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পলাতক আকছার মিয়া পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি।
তাকে গ্রেপ্তারের খবর পেয়ে তার স্বজনরা দশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করে হামলা ও গাড়ি ভাঙচুর করে আকছারকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় পুলিশ সদস্যসহ ৫ জন গ্রামবাসী গুরুতর আহত হয়।
ওসমানী নগর থানার ওসি মোনাশেম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ১১টার দিকে জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আকছারের স্বজনদের হামলায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত