1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লামাবাজার পুলিশ ফাঁড়ি কর্তৃক সন্ত্রাসী রানা গ্রেফতার কোম্পানিগঞ্জে ছাত্রদলের উদ্যেগে দোয়াও আলোচনা সভা সম্পন্ন কোম্পানীগঞ্জে দূর্যোগ মোকাবিলায় ওরিয়েন্টেশন সম্পন্ন উপজেলা বিএনপির সদস্য আরব আলীর মৃত্যুতে তাহসিনা রুশদী লুনা’ শোক প্রকাশ  নান্দাইল মাদারীনগর গ্রামে বজ্রপাতে কেড়ে নিল তরুণীর জীবন নান্দাইলে সবচেয়ে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান সিংরইল উচ্চ বিদ্যালয়৷ শাহী ঈদগাহ এলাকায় কিশোর খুনের ঘটনায় আটক ১ সিলেটের নিখোঁজ এম. ইলিয়াস আলীকে ফিরে পেতে সিলেট জেলা বিএনপির কর্মসূচি ঘোষণা নান্দাইলে প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন অসহায় ময়বুননেছা অসুস্থ, সহযোগিতা প্রয়োজন

সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবের আমেজে ঈদুল ফিতর পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিপুল উৎসাহ আনন্দ ও উৎসবের আমেজে সিলেটে পালিত হচ্ছে ঈদুল ফিতর। সোমবার সকালে সাড়ে ৮টায় লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর শাহী ঈদগাহে। অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন নগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন।

ঈদের দিন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন কর্মীরা একত্রে ঈদ উদযাপন করছে। পালন করছে নানা কর্মসূচি।

সোমবার (৩১ মার্চ) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ, আলিয়া মাদ্রাসা মাঠ, শাহজালাল দরগাহ ও কুদরত উল্লাহ জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামায়াত।

সিলেটে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ৭শ’ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় ধনী-গবীর ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

নামাজে অংশ নিতে ফজরের নামাজের পর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে শাহী ঈদগাহ ময়দানে মুসল্লিদের সমাগম ঘটে। সুগন্ধি গায়ে মেখে জায়নামাজ ও তাসবিহ হাতে নামাজের উদ্দেশে রওয়ানা দেন মুসল্লিরা।

নামাজে ইমামতি করেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক ঈদের নামাজ শেষে খুতবা পাঠ এবং মুনাজাত পরিচালনা করেন।

দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে দু’হাত তুলে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আইনশৃংখলা বাহিনী জানিয়েছে, এবার সিলেট সিটি করপোরেশন এলাকায় ৩৯২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে হয় একাধিক জামাত। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে এবার সিলেট জেলা ও মহানগরজুড়ে ৩ হাজার ২৩৮ জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সিলেট মহানগরীতে প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।

এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।

বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

ঈদ-উল-ফিতরে মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তার কথা জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার। শাহী ঈদগাহে ঈদের নামাজ আয়োজনকে কেন্দ্র করে নেওয়া হয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হয় সিসি ক্যামেরা। আশপাশ এলাকায় সড়কে একাধিক চেকপোস্ট ছিল। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। নিরাপত্তা তদারকিতে স্থাপন করা হয় দু’টি ওয়াচ টাওয়ার।

শাহী ঈদগাহে ঈদের নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সাবেক মেয়র ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এসময় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট