হুমায়ুন কবির, নান্দাইল:: আজ চৌরাস্তা থেকে নান্দাইল যাওয়ার পথে-আমরিতলা বাজারের কাছে মটর সাইকেলে এক্সিডেন্ট করছেন দুই সমবয়সী যুবক। জানা গেছে ঈদের আনন্দে তারা উত্তেজিত হয়ে মটর সাইকেল চালানোর কারণের এই দূর্ঘটনা।
দুজনকেই আহত অবস্থায় নান্দাইল হাসপাতালে নিয়ে যান আমরিতলা বাজারের লোকজন। আহতদের অবস্থা খুবই গুরুতর। তাই আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ডাক্তার রেফার করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
আহতদের সুস্থতা কামনায় আমরিতলা বাজারের লোকজন।