মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গিয়ে দুই নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মধ্যনগর উপজেলার হাটবার শেষে ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ফিরছিল। নোয়াপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত বোঝাইয়ের কারণে এটি ডুবে যায়। দুর্ঘটনায় নিহতরা হলেন—নোয়াপাড়ার বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দার সুজিত সরকারের শিশু পুত্র গঙ্গা সরকার (৫) এবং আরও এক অজ্ঞাত শিশু।
এ ঘটনায় আহত মোহনগঞ্জের নিরব সরকার (১০) কে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী ও মালামালের কারণে ট্রলারটি ডুবে যায়। পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত