স্টাফ রিপোর্টার:: প্রকাশ্যে দিবালোকে প্রাক্তন চেয়ারম্যান মরহুম আবদুর রাজ্জাকের পুএ নোয়াগাও গ্রামের প্রভাবশালী ব্যক্তি নজরুল ইসলামের নেতৃত্বে চলছে নোয়াগাও মসজিদ গেইটে চাঁদাবাজী।
শারপিন-ভোলাগঞ্জগামী পাথর বোঝাই ট্রাকটর থেকে টিব প্রতি ১০০ টাকা হারে চাঁদা উঠাচ্ছে
নজরুলের ভিআইপি লিস্ট দারী তারই ছোট ভাই ফখরুল। তাহার শেল্টারে কতিপয় ইয়াবা ও কেসিনো কারবারী পাবেল, মুক্তাদীর,বদরুল, সমছুল,নুরুল,দুলাল, আনোয়ার, বটলা কাদীর, কবির, সহ অনেকে।
এর আগে ও এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়। কে এই চাঁদাবাজ নজরুল?? কোম্পানিগঞ্জ বিএনপি তে ভালো স্থান না পেয়ে জামায়াতের জেলা সেক্রেটারির হাত ধরে,জামায়াত ইসলামে যোগদান করেন- এর পর থেকেই আসছে নির্বাচন করবেন বলে ও শোনা যায়। নির্বাচনী ফান্ড তৈরিতে
তারই ছোট ভাই সহ ভিআইপি লিস্ট দারী
একদল বখাটেদের ধারা নোয়াগাও মসজিদের গেইটে বাশ বেধে রাস্তা আটকিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে । ট্রাকটর প্রতি ১০০ টাকা হারে চাঁদা আদায় করছে নজরুল বাহিনীর লোক কখন ও মসজিদ কখন ও রাস্তা আবার কখনও তাদের পেটের ধান্দা বলে চালাচ্ছে।
কোম্পানিগঞ্জ পুলিশ প্রশাসনকে সাপ্তাহে ২০ হাজার ও কোম্পানিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কে সাপ্তাহে ১৫ হাজার টাকা বখরা দিয়ে ম্যানেজ করে প্রকাশ্যে দিবালোকে চলছে চাঁদাবাজি। দিন শেষে হাতিয়ে নিচ্ছে লক্ষাধীক টাকা। গ্রামে অনেক প্রভাবশালী হওয়ায় এবং মাদকাসক্ত বাহিনী থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি ।
তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাঁদাবাজী বন্ধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসতে
সিলেট জেলা প্রশাসন এবং কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত