মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:: পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভাতাভোগী আনসার প্লাটুন কমান্ডার, ভিডিপি দলনেতা, দলনেত্রীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আর এই ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি ভাতাভোগী আনসার প্লাটুন কমান্ডার -ভিডিপি দলনেতা, দলনেত্রীরা। শুক্রবার ২৮ মার্চ২০২৫ ইংরেজী বেলা ১১ টায় ফটিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করেন ফটিকছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক (টিআই) মোঃ মিজানুর রহমান সহ ফটিকছড়ি উপজেলাধীন কর্মরত ফটিকছড়ি উপজেলা মহিলা আনসার কমান্ডার,সহকারী মহিলা আনসার কমান্ডার,বিভিন্ন ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার, সহকারী আনসার প্লাটুন কমান্ডার, দুই পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ভিডিপি দলনেতা, দলনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার সামগ্রী উপহার পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন ও মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য: উপজেলার ভাতাভোগী আনসার-ভিডিপি ৭৬ জন আনসার প্লাটুন কমান্ডার, দলনেতা, দলনেত্রী প্রত্যেককে উপহার সামগ্রী হিসাবে পোলাও চাল, ২ প্রকার সেমাই, গুড়া দুধ, সুজি, নুডুলস,উন্নত মানের ঘি ও লোগোসহ শপিং ব্যাগ বিতরণ করা হয়।