ইব্রাহিম খাঁন ইমন,ওসমানীনগর:: ২৪ ঘন্টার মধ্যেই সিলেটের ওসমানীনগর থানা পুলিশ মাখন মিয়া হত্যার রহস উদঘাটন করতে সক্ষম হয়েছে। ওসামনীনগর থানার মামলা নং-১৩, তারিখ- ২৩/০৩/২০২৫খ্রি., ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল পেনাল কোড।
সিলেট জেলা পুলিশের অভিভাবক মান্যবর পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান এর নির্দেশনায় আশরাফুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেল, সিলেট এর প্রত্যক্ষ তদারকিতে মোঃ মোনায়েম মিয়া, অফিসার ইনচার্জ, ওসমানীনগর থানা, সিলেট মহোদয়ের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ শামছুল হক খান, এসআই (নিরস্ত্র) বিষ্ণুপদ রায়, এসআই (নিরস্ত্র) আশীষ চন্দ্র তালুকদার, পিএসআই নিকলেশ চন্দ্র দাস, এএসআই (নিঃ) দ্বীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া দ্রুত সময়ে ২৪ ঘন্টা ব্যবধানে নৃশংসতার স্বীকার মাখন মিয়া হত্যা মামলার রহস্য অতিদ্রুততার সহিত উদঘাটন, আলামত উদ্ধার, আসামী গ্রেফতার ও আসামীর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে।
মাখন হত্যা মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী আলমগীর আলী (৩০), পিতা-আলা মিয়া @ আলাই, সাং-আইলাকান্দি, ৬নং তাজপুর ইউ/পি, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটকে ২৩/০৩/২০২৫ খ্রিঃ আইলাকান্দি এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং হত্যা কাজে ব্যবহৃত আলামত ০১টি হাতুড়ি উদ্ধার করা হয়। আসামী আলমগীর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে এবং আসামী আলমগীর আলী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছে।
ওসমানীনগর থানা পুলিশ এই ধরনের অপরাধ সহ সকল ধরনের অপরাধ দমনে সার্বক্ষনিক তৎপর এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকিবে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত