ঝালকাটি সংবাদদাতা :: রবিবার ২৩ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ মিনিটে জেলা প্রশাসন, ঝালকাঠি’র আয়োজনে অনুষ্ঠিত হয় জেলা মাসিক রাজস্ব সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজ অন্তরা হালদার, উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর মিজ ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার রাজাপুর রাহুল চন্দ, উপজেলা নির্বাহী অফিসার নলছিটি মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়া জহিরুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, নলছিটি উপজেলার সহকারী কমিশনার ভূমি মিজ নুসরাত জাহান। এছাড়াও ভূমি সংক্রান্ত মামলার বিচারক ও আইনজীবীগণ এই সভাই উপস্থিত ছিলেন।
ভূমি উন্নয়ন কর আদায় এর ক্ষেত্রে দাবি, আদায় এবং আদায়ের হার পর্যালোচনার পাশাপাশি এই অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায় শতভাগ অর্জনের রোড ম্যাপ, চার উপজেলার নামজারির হালনাগাদকরণ তথ্য, মিসমামলার নিষ্পত্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।