স্টাফ রিপোর্টার::কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের একজন তৃনমুল পর্যায়ের সমাজসেবী ও জনপ্রতিনিধি জামাল উদ্দিন নিবেদিত জনগণের উপকারে এগিয়ে থাকেন সবসময়। মানবিক গুণের অধিকারী নেই মনে কোন অহংকার, সর্বোপরি চেষ্টা করে যান মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার। তাঁর দাদা ছিলেন একজন সমাজপতি স্হানীয় এলাকায় শালিসি ব্যক্তিত্ব দাদার কর্মেই দীক্ষিত হয়ে স্হানীয় জনতার সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন বাস্তবতার নিরিখে। ওয়ার্ড পর্যায়ে একজন সফল জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে ইতোমধ্যে জনতার মন দখল করে নেন (মেম্বার) জামাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান হিসেবে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন সচ্ছতা জবাবদিহিতার সাথে। স্হানীয় সরকারের একজন সচেতন জনপ্রতিনিধি জামাল উদ্দিন "সময় টিভি বাংলা" কে বলেন মাটি ও মানুষের সেবায় নিজেকে জড়িয়ে আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত