নিজস্ব প্রতিবেদক :: আজ ২১শে মার্চ তালাশ টিভি ডট লাইভ এর সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক এই বাংলা'র সিলেট বিভাগীয় ব্যুরোচীফ কামরুল হাসান জুলহাস এর ১ম পুত্র ইরফান হাসান রাইয়্যান'র শুভ জন্মদিন। এই আনন্দের দিনে তিনি ও তাহার স্ত্রী সময় টিভি বাংলা'র প্রকাশক মিসেস মোর্শেদা হাসান পুত্রের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য গত ২০২২ ইংরেজি সালের ২০শে মার্চ রোজ সোমবার দিবাগত রাত ৩.০০ ঘটিকায় অর্থ্যাৎ ২১ মার্চ ভোরে ইরফান হাসান রাইয়্যান'র জন্ম হয়, আজ তাহার তিন বছর পূর্ণ হলো।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত