নিজস্ব প্রতিবেদক :: ২০ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দে ঝালকাঠি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজন ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন আইন-২০১৮ বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের ক্ষতির মাত্রা অনুযায়ী উপযুক্ত সহায়তা প্রদান করা হয়। উক্ত সহায়তা প্রদানের জন্য গঠিত স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে চেক ইস্যু করা হয়।
দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা কমিয়ে আনতে ট্রাফিক নিয়ম মেনে চলা, সতর্কতার সঙ্গে যানবাহন চালানো এবং পথচারীদের সচেতনতা সর্বাধিক গুরুত্বপূর্ণ।