উজ্জ্বল দাস :: বরিশালে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি সুজনকে (২৪) গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সুজন ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করলে তাহার বিরুদ্ধে বরিশাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার সেই আসামীকে ১৫ মার্চ শনিবার বিকালে বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকায় সাধারণ মানুষ গণপিটুনি দিয়ে রক্তাক্ত করে, পরে আহত সুজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।