রানা মিয়া:: শ্রীমঙ্গলে অনুমোদন ছাড়া পানসি রেস্টুরেন্টের জন্য নির্মাণ করা হচ্ছে স্থাপনা' কাজ বন্ধ রাখাতে নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ
পর্যটন নগরী শ্রীমঙ্গলে প্রতিদিন বাড়ছে হোটেল রেস্টুরেন্ট ও রিসোর্ট। এর অধিকাংশরাই নিয়ম না মেনে স্থাপনা নির্মাণ করছেন। এতে করে দিন দিন বাড়ছে যানজটসহ নানান জটিলতা। আর এসবের
দায় নিতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
খোঁজ নিয়ে জানা গেছে, পর্যটকদের পদচারণায় মুখরিত থাকা শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম ভানুগাছ সড়কে নির্মাণ করা হচ্ছে পানসি রেস্টুরেন্টের জন্য বিশাল স্থাপনা। পৌরসভা কর্তৃপক্ষের কোন প্রকার অনুমোদন ছাড়াই দ্রুত গতিতে চলছে এই কাজ।
এতে করে সচেতন নাগরিক মহলে উঠেছে নানা প্রশ্ন। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, প্রয়োজনীয় কাগজপত্র, এবং অনুমোদন ছাড়া কিভাবে এত বড় স্থাপনার কাজ করা হচ্ছে।
এ বিষয়ে জমির মালিকানা দাবিদার অলিউল্লাহ বলেন, এটা আমাদের মৌরসি সম্পত্তি, এই জমি আমার ভাগে পড়েছে, আমি এ জমির খাজনা দেই, অনুমোদনের জন্য পৌরসভায় কাগজ জমা দিয়েছি।
এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, পৌরসভা থেকে এখন পর্যন্ত কোন প্রকার অনুমোদন দেওয়া হয় নি। অনুমোদন ছাড়াই তারা পানসি রেস্টুরেন্টের জন্য স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছে, যা সম্পূর্ণ বেআইনি। শুনেছি সেটা মৌরসি জমি। এই জমির মধ্যে কোন প্রকার স্থাপনা নির্মাণ করতে হলে রেজিস্ট্রিকৃত বাটোয়ারা নামাসহ প্রয়োজনের সকল প্রকার কাগজপত্র পৌরসভায় জমা দিতে হবে। এখনো প্রয়োজনীয় সকল কাগজপত্র আমরা পাইনি, সে কারণে এখনো স্থাপনা নির্মাণের অনুমোদন পৌরসভা থেকে দেয়া হয় নাই। তিনি আরো বলেন, আমরা নির্দেশ দিয়েছি প্রয়োজনীয় সকল প্রকার কাগজপত্র জমা দিয়ে পৌরসভা থেকে অনুমোদন দেওয়ার পর কাজ করার জন্য, এর আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত