রানা মিয়া:: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ)/শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত ডলুছড়া সাকিনস্থ তংথাই রেস্ট হাউজে অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আসামী ১। জসিম উদ্দিন (৩৫), পিতা-আব্দুল মতলেব মিয়া, সাং-রূপসপুর, ২। ইব্রাহিম সিকদার (৩৫), পিতা-মৃত নুরুল হক সিকদার, সাং-পশ্চিম ভাড়াউড়া, ৩। ধনঞ্জয় দেববর্মা (৩৪), পিতা-মৃত দত্ত রাম দেববর্মা, সাং-ডলুছড়া, সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৪। রাবেয়া আক্তার নিশি (২০), পিতা-আঃ আজিজ শেখ, মাতা-রাজেদা বেগম, সাং-ভোমবাগ, থানা-কালিয়া, জেলা-নড়াইলদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত