নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জ উপজেলার বোরহানপুর গ্রামের মো ফাহাদুজ্জামান ফাহাদ নামের এক তরুণকে রাজনৈতিক কারণে হ'ত্যার হু'মকি দেওয়া হচ্ছে বলে তার পরিবার অভিযোগ করেছে। এ হুমকির পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতা পারভেজ ও তার সহযোগীরা জড়িত বলে দাবি করা হয়েছে।
পরিবারের বক্তব্য
মো ফাহাদুজ্জামানের পিতা মো ফরন মিয়া জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, পারভেজ ও তার সহযোগীরা বারবার বলছে, "ফাহাদকে পেলেই চিরতরে শেষ করে দেবে।" এর ফলে ফাহাদ দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মো ফরন মিয়া আরও জানান, স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও তেমন কোনো কার্যকর প্রতিকার পাননি। পুলিশের ভূমিকা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরাহার ব্যবস্থা না হওয়ায় পরিবার চরম আ'ত'ঙ্কে রয়েছে।
স্থানীয় রাজনৈতিক প্রভাব ও মতাদর্শগত বিরোধের জেরে এ ধরনের হুমকি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, পারভেজ ও তার সহযোগীরা এলাকায় ক্ষমতার দাপট বজায় রাখতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে তাদের বিরুদ্ধে আগের কোনো মামলা বা অভিযোগ রয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
এলাকাবাসীর প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দাদের অনেকেই ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, রাজনৈতিক সহিংসতার কারণে সমাজে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের সঠিক পদক্ষেপ না নিলে এমন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এ ধরনের হুমকির বিরুদ্ধে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি। মো ফাহাদুজ্জামানের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। একইসঙ্গে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
মোঃ ফাহাদুজ্জামানের পরিবারের নিরাপত্তা বর্তমানে চরম হুমকির মুখে। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক: মিসেস মোর্শেদা হাসান, সম্পাদক : কল্লোল পাল সর্দার, প্রধান সম্পাদক : ইমরান হাসনাত জুম্মান(ইউকে প্রবাসী) ,
সহ-সম্পাদক: মো: আল-আমীন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।, মোবাইল: ০১৬০৭৮৯৭৭৯৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত